পরাণ বীণায় সুর যে ওঠে মধুর মধুর সুর ,
মধুর চেয়েও মধুর সেযে ,আরও সুমধুর !
শ্রুতি মধুর তানপুরাটি  মিষ্টি সুরে বাজে ,
সারেঙ্গী আর একতারাটি বাজে হৃদয় মাঝে !
পরাণ আমার গেয়ে উঠে ঝুমুর গানে গানে ,
সারেঙ্গীটা উঠল বেজে  ,সেই সুরেরই টানে !
হারমোনিয়ামে সাধছে গলা সা ,রে ,গা,মা ,পা ,
পরাণ আমার বলছে ,মেঠো সুরে ,গান গা' রে , গা' !
ভাওয়াইয়া আর ভাটিয়ালির ধরেছে মাঝি সুর ,
দাঁড় বেয়ে গান গাইছে মাঝি , যাচ্ছে কোন সূদুর !
পরাণ আমার আনমনা যে ,ঐ সুরেরই টানে ,
যায়যে ছুটে ,গাঙের স্রোতে , ঐ মাঝিরই টানে  !
পরাণ আমার নেচে উঠে ,সাঁওতালি আখড়ায়  ,
তাল  যে বাজে মাদলে তার ,দাদরা - কাহারবায় !
বাউলেরা গাইছে যে গান ,বাউল সুরে ঐ ,
পল্লী গীতির বসেছে আসর ,গাঁয়ের কিনারায় !
পরাণ আমার মগ্ন  সেথা ,গানের সুরে সুরে ,
তাইতো পরাণ ডুবে মরে ,সুরের শ্রুতি ডোরে !


                   ***********


  বিকেল  -  ৪:২৫ মিঃ ,কলকাতা ,
০৭ /০৫ / ২০১৭ ,রবিবার !