পরদেশীয়া  তুমি কোথায় থাক গিয়া ,
পরাণ আমার কাঁদে ওরে তোমার লাগিয়া ।
                        ওরে পরদেশীয়া-----
কোথায় গিয়া থাকরে পরদেশীয়া ,
নিঠুর তোমার মনরে বন্ধু নিঠুর তোমার হিয়া ।
                        ওরে নিঠুর কানাইয়া ----
ধন্য তোমার মাতা ,পিতা ,ধন্য তুমিরে মরমিয়া ,
পরাণ আমার আঁধার হেরে তোমার লাগিয়া ।
                           ওরে নিঠুর দরদিয়া ------
পরের লাগি ছাড় আপন রে কপটিয়া ,
দেশে দেশে কাহার লাগি মররে ঘুরিয়া ।
                            ওরে পরদেশীয়া -------
পাষান তোমার মনরে বন্ধু নিঠুর তোমার হিয়া ,
যমুনা কুলে তমাল ডালে বাঁশী বাজাও গিয়া ,
কোন রন্ধ্রেতে বাজাও বাশী কূলবধূর মন লও হরিয়া ।
                                 ওহে কপট বাঁশুরিয়া -----
দেশে দেশে বেড়াও ঘুরে নিশি যাপ গিয়া ,
মা বাপেরে কাঁদাও কেন মনে আঘাত দিয়া ।
                           ওহে ভিনদেশী বঁধূয়া ----
ওহে নিলাজ নাগর যাওরে ঘর ছাড়িয়া ,
লোকে বলে কপট কানু সবাইকে যায় কাঁদাইয়া ।
                                 ওহে নিঠুর কপটিয়া ---
                *************
সকাল -৯:২২মিনিট ।
২২ /০৪/২০২০বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।