বিদ্যবতী ,সরস্বতী -
         তোমার কাছে এই মিনতী ,
একটু করুণা কর মাগো -
                       বুদ্ধি যেন হয় !
চিঠিখানি লিখছি তোমায় ,
                       জানতে ইচ্ছে হয় !
তুমি ছাড়া কারে বা আমি -
                     মনের কথা জানাই !


নবরত্ন সভায় কবি -
                 ছিলেন কালিদাস ,
তিনি হলেন বড় পন্ডিত -
                    তোমারই আশীষ !
তুমি দয়া করলে মাগো -                
                       একটু জ্ঞান হয় ,
তোমার শ্রীচরণে আমার -
                      এই প্রার্থনা রয় !



একটু যেন লেখা-পড়া -
                  শিখতে আমি পারি ,
তোমার শ্রীপদে মাগো-
                   শতকোটী প্রণতি করি !


          ***********
সকাল -৮:২৫ মিঃ ,কলকাতা !
২২ /০১ /২০১৮ ,সোমবার !