পথেই ওদের জীবন মরণ পথেই ওদের ঘর ,
পথেই ওদের সুখের স্বর্গ পথেই আপন পর।
পথেকে ওরা আপন করে বাঁধে যে সুখের ঘর,
পথ যে ওদের সাথের সাথী পথে থাকে সুন্দর।
পথেই ওদের রান্না বাড়ী পথেই থাকে সারাক্ষণ,
পথের মানুষ ওরা পথেই খুঁজে নেয় প্রিয় স্বজন ।
পথেই বাস পথেই খাওয়া পথেই আনন্দ ভবন ,
পথে পথে ভিক্ষা করে পথে কাটায় সারাজীবন।
পথেই ওদের জীবন সাথী পথেই নিদ্রা মগন,
পথেই আরম্ভ খেলা আবার খেলা শেষ যখন ।
পথেই তাদের বসত বাটী পথেই মনের মতন,
পথেই পথেই দেখা পথেই সখা বড় আপন।
পথেই ডেরা পথেই সেরা পথেই জানা শোনা,
পথেই হলো মন বিনিময় হৃদয়ের লেনা দেনা।
ভবঘুরে জীবন ওদের এপ্রান্ত থেকে ওপ্রান্ত জানা,
পথকে ওরা সাক্ষী করে করে প্রত্যহ দিন গোনা।
পথে পথে খেলা দেখিয়ে ভিক্ষা করে খায় ,
পথেই ওদের শয্যা পাতা পথেই জন্ম দেয়।
চিরস্থায়ী নয়কো ওদের বসত বাটী আশ্রয়,
হেথা হোথা ঘুরে বেড়ায় নাইকো ওদের ভয়।
ওদের নুন আনতে পান্তা ফুরায় নাই চিন্তা কোন,
ওরা হাতপেতে ভিক্ষা করে স্থায়ী নয় তা কখনো ।
ওদের নাইকো ভাবনা ভয় পথকে করে আপন,
পথেই ওদের স্বর্গ সমান পথেই আপন জীবন।
**************
বেলা - ১১ : ৫৫ মিনিট ।
৩0 /০৭ / ২৪ মঙ্গলবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।