পথের শিশু পথই মোদের
                পথেই পড়ে রই ,
সবারই আছে ঘর বাড়ী
                  আমাদের বাড়ী কই ।
পথেই মোরা খাই পরি
                পথেই মোরা শুই ,
পথেই মোরা জন্ম নিয়ে
               পথেই বড় হই !
পথেই জনম পথেই মরণ
                 পথেই করি জীবন ধারণ ,
পথেই মোদের ঘর বাড়ী
                   পথেই থাকি সারা জীবন  ।
পথেই আনন্দ পথেই শান্তি
                   নয়তো তাতে ভুল ভ্রান্তি ,
পথেই মোদের অন্ন দাতৃ
                     যোগায় যতেক পথযাত্রী ।
পথের সবাই আপন জন
                      পথেই মোদের বন্ধু স্বজন ,
পথেই বন্ধু জন পরিজন
                     পথেই কাটে জীবন মরণ ।
পথেই স্কুল ঘর বাড়ী
                    পথে বসেই লেখা পড়ি ,
পথেই বিবাহ পথেই সংসারী
                       পথেই বাঁচি পথেই মরি ।
পথেই মোদের করে রুষ্ট
                পথের পরেই পাই  কষ্ট ,
পথেই জৈষ্ঠ পথেই ভ্রষ্ট
                    পথেই তুষ্ট পথেই পুষ্ট !
পথেই মোদের মেটায় যন্ত্রনা
                  পথেই মোদের যত বাহানা ,
পথেই মোদের দেয় নিশানা
                  পথেই মোদের সব ঠিকানা !


      *********************
কবি সুমিত্র দত্ত রায়ের "ফুলে ফুলেল শিশু " কবিতা  পাঠ এ অনুপ্রাণিত হয়ে কবিতাটি লিখি !তাঁকেই কবিতাটি উৎসর্গ করলাম !


রাত্রি - ৮ :৩২ মিনিট !
০৩/ ০২ /২২ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !