উদ্ভ্রান্ত  পথিক তোমার সম্মুখে সুদূর পথ ,
বিভ্রান্ত না হও পথিক ,বেছে নাও মনমত !
শত সহস্র পথ আছে সম্মুখে তোমার ,
মনমত পথ বেছে কর মনস্থির !
বালুময় ,কন্টকাকীর্ণ ,জঙ্গম ,বন্ধুর ,
পথের ঠিকাণা জেনে মন  কর স্হির !
পথের ঠিকাণা তুমি মনে ভাব এবে ,
কোন পথে গেলে তুমি পৌঁছাবে গন্তব্যে !
বহুল বন্ধুর পথ,দায়িত্ব ,কর্তব্যের নাহিক বিরাম ,
দায়িত্ব,কর্তব্য ,পালন হেতু  নাহিক আরাম !


১‍‍‍‍‍‍‍......সংসার ধর্ম---
সংসার ধর্ম বড় ধর্ম কর্তব্য কঠিণ ,
বেটাল না হইও তুমি ধৈর্য্য রাখ স্থির !
মাতা -পিতা ,গুরুজন প্রতি আছে কর্তব্য ,
স্ত্রী,পুত্র,কন্যা আর পরিবার বর্গ !
ভাই,বন্ধু,জ্ঞাতি,স্বজন,আত্মীয় গন,
প্রত্যেকের প্রতি আছে কর্তব্য পালন !


২.....সন্ন্যাস ধর্ম ----
সন্ন্যাস ধর্ম শুধু ভগবান লাভ তরে ,
সংসার ধর্ম ত্যাগ করে ,ডোর -কৌপিন পরে !
ইষ্টদেবের ভজনা কর ধ্যান ,নাম গান
পাইলেও পাইতে পার তাঁহার সন্ধান !


৩.....দেশসেবা ------
দেশ সেবা ,মাতৃসেবা ,জনগন হিতে ,
তাহার মত শ্রষ্ঠ ধর্ম নাই এ মহীতে !


এইরূপ বহু পথ সম্মুখে আছে জানা ,
যে পথে খুশী চল এবার ,নেই কোন মানা !


           ××××××× ×××××××××
বেলা --৩:৫৫ মিনিট,
১১/১০/২০১৮ বৃহস্পতিবার ,
মেদিনীপুর (কেরাণীটোলা )