স্বার্থছাড়া স্বামী নয় ,
স্বার্থপর তারাই হয় ।
গুরুর ক্ষাতির পেতে চায়
নইলে স্ত্রীকে ছেড়ে পালায় ।


খরচ কর ঘরে রাখো ,
কাজের কথা বলোনাকো ।
জোগাড় করে রেঁধে রাখো ,
খরচ খরচা করবেনাকো ।


পরের খেতে ঘরে থাকতে
                ভালোবাসে বড়ই  ,
খরচ পাতির কথা হলেই
               তখন দৌড়ে পালায়  ।


পরের ধনে পোদ্দারী
            বড়ই আনন্দ পায় ,
খরচ খরচার কথা বল্লেই
          পতিদেবতা শুনতে নাহি পায় ।

মুখে ফুটে বড় বড় বুলি
               শুনে জ্বলে যায় গাত্র ,
পরের ঘাড়ে ম্যানেজ হলেই
               সদাশিব সদা আনন্দ ।


পতি নাকি পরম দেবতা
              শুনে লাগে হাসি,
স্ত্রীর রোজগারে ভালো মন্দ
                 খাবে বসি বসি  ।


পতি নাকি পরম দেবতা
              শাস্ত্র মতে কয় ,
গান্ডে পিন্ডে  সে বা  লয়
              সত্যের অপচয়  ।


স্ত্রীর দায়িত্ব নেবেনা কখন-ও
            নয় বিবেচক কর্তব্য পরায়ন -ও ,
আসবে খাবে ঘন ঘন
               আর  বাকি যা করবে নিজের জন্য ।


এই হলো (স্বামী) পতি দেবতার বর্নন
আপনারাই ভেবে চিন্তে বলুন এখন ।


××××××××××××××××××××××××××
রায্রি -- ১০ : ১৫  মিনিট  ।
০৯ /১১ /২২ বুধবার ।
কোলকাতা ।