পৌষ মাসে পুলি পিঠে
       খেতে বড় মিঠে ,
ঘরে ঘরে গুঁড়ি কুটে
        বানায় নানান পিঠে ।


নারকেল আর তিল পুরের
            পিঠে হরেক রকম ,
গুড় পিঠে ,ভাপা পিঠে
           সরা পিঠে যেমন ।


কেউ বানায় পাটিসাপটা
              কেউ মালপোয়া ,
কেউ বানায় মুগ শামলী
          কেউ চাঁছি ক্ষীর খোয়া ।


কাখরা আর গলনা
         হরেক রকম পিঠে ,
চিতই পিঠে ,চাঁছির পিঠে
          পৌষে লাগে মিঠে  ।


পৌষ সংক্রান্তির আগের রাতে
                 টুসুর ঠাকুর জাগরণ ,
সংক্রান্তির দিনে মকর স্নান
         টুসুগানে মুখরিত ,হরষিত মন ।


সংক্রান্তির দিনে সবে চৌডল সাজায়ে
          টুসুকে চড়িয়ে যায় নদীতে নিয়ে ,
নদীর ঘাটেতে গিয়ে টুসুর আরাধন
          ফল,ফুল ,মিষ্টান্ন দিয়ে টুসুর পূজন ।


গানে গানে টুসুর বিদায় সম্ভাষন
          আবার এসো টুসু জানায় আবেদন ,
ভক্তিভরে জানায় টুসুকে বিসর্জন
        নদীর জলে ডুব দিয়ে করে নিরঞ্জন ।


     ***********************
দুপুর - ১২ :৪৫ মিনিট।
২০ /০১ /২১ বুধবার।
কেরানিটোলা = মেদিনীপুর।