না জেনে মোজনা পিরীতে ,
জেনে শুনে করগে পিরীত  ,
যার শেষ ভাল হয় যাতে -----
নাহলে ভাই হবেরে পস্তাতে !
এক পিরীতে কলঙ্কিনী হ'ল ,রাই কমলিনী ,
আর এক পিরীত করেছিল ,রামী রজকিনী !
তারা না ভাবিয়া ,না জানিয়া ,মজেছিল পিরীতে ,
তাদের একূল ,ওকূল ,দু'কূল গেল ,ভাসিল নয়ন স্রোতে !
আবার এক পিরীতে শিব শশ্মান বাসী ,
আর এক পিরীত করেছিল ,নদের নিমাই সন্ন্যাসী  !
তারা দু'জনাতেই পিরীত করে , পেল যে চাঁদের কণা ,
তারা কৃষ্ণ - কালী 'র পিরীতে মজে ছিল দুইজনা !
একজন ব্রাহ্মনের ছেলে ,
সে পিরীত করে ধোপার মেয়ের পা ধূয়ে দিলে  !
তারা এক মরণে দু'জন মরে ,
এমন মরে কয় জনা !
সে কাঁদতে কাঁদতে অন্ধ হ"ল ,পেলনা আর দেখিতে ,
তাই বুজে সুঝে মজিবে পিরীতে !
বিল্বমঙ্গল ,চিন্তামণি ,তারাই প্রেমের শিরোমণি ,
তারা না জেনে পিরীত করে ,মজেছিল দুইজনা !


     ><~><~><~><~><~><~><~><


রাত্রি - ১১:১৫ মিঃ ,কলকাতা
০১ /০৬ /২০১৭ ,শুক্রবার ,