না জেনে মোজনা  পিরীতে ,
জেনে শুনে করগা পিরীত -
যার শেষ ভাল হয় যাতে,,
পিরীত করে না হয় যেন চিরজনম পস্তাতে ।
পিরীত করে রাধা হোলো কৃষ্ণ কলঙ্কিনী ,
আর এক পিরীত করেছিল রামী রজকিনী ।
তারা না ভাবিয়া না জানিয়া মজেছিল পীরিতে ,
তাদের একুল ওকুল দুকুল গেল ভাসিল নয়ন স্রোতে ।
এক পিরীত করে শিব হয়েছিল শশ্মান বাসী
আর এক পিরীত করেছিল নদের নিমাই সন্ন্যাসী ।
একজন ব্রাহ্মনের ছেলে পিরীত করে ধোপার মেয়ের পা ধূয়ে দিলে ,
তারা এক মরণে দুজন মরে এমন মরে কয়জনা ।
বিল্বমঙ্গল চিন্তামণি পড়েছিল প্রেমের ফাঁদেতে ,
বিল্বমঙ্গল কাঁদতে কাঁদতে অন্ধ হোল ,চিন্তামণিরে না পেল আর দেখিতে ।
বিলূবমঙ্গল চিন্তামণি তারাই প্রেমের শিরোমণি ,
তারা এক পিরীতে পিরীত করে মোজেছিল দুইজনা ।
  
        <<<<<<<<<>>>>>>>>>>>
বেলা -১১:১৫ মিনিট ।
০১/০৬/২০১৭ শুক্রবার ॥
কোলকাতা ।