জন্ম দিলো মাতা জঠরে ,
                      পিতা সৃষ্টি কর্তা ,
নামটাও তোর পরের দেওয়া ,
                     ধার করা জীবনটা ।
সংসারে এলি,কথা শিখলি ,
                        সবই দয়া মা'র ,
আদব -কায়দা ,কথা বলা ,
                      সবই করা ধার ।
শিক্ষা গুরু শিক্ষা দিলো ,
                   দিক্ষা গুরু দিক্ষা ,
জন্ম নিলি ,মানুষ হলি ,
             সবই পরের কাছে শিক্ষা ।
যাবি যখন শ্মশান ঘাটে ,
                    পরের কাঁধে চড়ে,
এই সংসারে কি নিজের ,
                  মনে ভাব ওরে ।
মাতা -পিতার দেওয়া শরীর ,
                     পরের দেওয়া নাম ।
তোর বলতে কি আছে তোর ,
                      সবই পরের দান ।
মরার পরও পরের কাঁধে -
                   শ্মশান ঘাটে যাবি,
কি আছে তোর এই সংসারে ,
                   সব ,পরের দয়ায় পাবি ।
আমার আমার করিস মিছে ,
                             কিইবা আছে তোর
ধার করা সব পরের  নিয়ে ,
                        বাঁচলি জীবন ভোর ।


           ***************
বেলা - ৯:৪৬ মিনিট ,
০১/০৫/২০১৯ বুধবার ,
কোলকাতা  ।