পালকী চলে, পালকী চলে,
দুলকী তালে, দুলকী তালে,
হুমহুমনা,হুমহুমনা।
যাচ্ছে কারা, রৌদ্রে সারা,
ছয় বেহারা, জোয়ান তারা ।
হুমহুমনা,  হুমহুমনা।
যাচ্ছে কোথায়,
           কোন সূদুরে,
অচিন গাঁয়ে,
           তেপান্তরের,ওই কীনারে ।
হুমহুমনা,হুমহুমনা ।
পালকী চলে ,দুলকী চালে,
গগন তলে,আগুন জ্বলে,
ঘর্মে তারা,রৌদ্রে সারা,
তপ্ত গায়ে, যায় হাঁপিয়ে ।
পথের শেষে, ক্লান্ত দেহে,
যায় কদ্দূরে, এই রদ্দূরে,
মাঠের শেষে, অচিন পুরে ।
পালকী চলে দুলকী চালে,
হুমহুমনা, হুমহুমনা ।
   ******
সকাল ৭:00 মঙ্গলবার,
১০,০৪,২০১৭,অন রোড, কোলকাতা--লালগড়