শাস্ত্র মতে বলে পতি নাকি পরম দেবতা  ,
বর্তমানে দেখি  সবই বুজরুকি ,মিথ্যা !
বোঝা না যায় ,পতি দেবতা নাকি অপদেবতা ,
অবশ্যই এই কথার আছে যথার্থতা  !
পতি অপদেবতারা নাকি ফেরে পেত্নীর পেছনে ,
সতীরা শুধু  সারা জীবন গুমরে  মনে মনে !
সদাই ব্যাস্ত তারা নিজ সুখ ভোগ লাগি ,
যত কিছু সুখ ,ভোগ ,আনন্দের যেন তাহারাই ভোগী !
সতীর প্রতি  কর্তব্য ,দায়িত্ব , পতি দেবতাদের নাহি দায় ,
ভাল ,মন্দ ,ভোগ ,আনন্দ ,বিলাশ ,ব্যাসন তাদের  সততই !
স্ত্রী,পুত্র,কন্যার নিজ নিজ দায়িত্ব ,তাহাদের নয় !
শুধু নিজের ভোগ ,বিলাশ,বাসনা ,কামনা তাহাদের জন্যই !
পতির পুন্যে সতীর পুন্য ,শাস্ত্র মতে বলে ,
সতীরা জীবিত কি মৃত থাক্ তার যা আছে কপালে !
শুধু পতিরাই সুখের ভাগি ,সতীরা কেন নয় ,
এ যুগের পতি পরম দেবতা  নাকি এইরূপই হয় !
পতিদের জন্য ভোগ বিলাশ ,সুখ ও  আনন্দ ,
সতীদের জন্য শুধু পোড়ারুটি ,দুঃখ ,কষ্ট ,নিরানন্দ !


                    **********