পৌষ এসেছে পৌষ এসেছে  ,
পাকা ফসলে ক্ষেত ভরেছে ।
রোদের সোনা ছড়িয়ে গেছে ,
মাঠের'পরে মাঠ ছেয়েছে ।
হিমেল হাওয়ায় দুলিয়ে মাথা ,
সরষে ফুলে ছাউনি যেথা ,
গুনগুনিয়ে মদুপ সেথা ,
ফুল হতে মধু খাচ্ছে তথা ।


হাওয়ার নাচন লাগলো শীতে ,
দিকবধূরা ধানের ক্ষেতে ।
বাঁশ বাগানে লাগলো দোল ,
বাঁশের বাঁশীর উঠলো রোল ।
বাঁশের বাঁশী শুনে শুনে আকাশ খুশী হয় ,
বাঁশী শুনে খুশীতে মন ঘরে কি আর রয় ।


দুয়ার খুলে বেরিয়ে চল ধানের ক্ষেতেতে ,
নূতন ধান্যে হবে নবান্ন সোনার ধানেতে ।
চলনা মোরা ধান কাটতে যাইগো মাঠেতে ,
আনন্দে গান গাইবো মোরা মনের সুখেতে ।


পাগল হাওয়া বইছে মাঠে ,
ঐ পৌষের হাওয়ায় হিমেল প্রাতে ।
পাগলা হাওয়ার লাগলো নাচন ,
এলোমেলো বইছে হাওয়া নাইকো
                   সেথা বাধা বাঁধন ।
        *****************
দুপুর - ১২ : ৩৬ মিনিট !
০৪ /০১ / ২২ মঙ্গলবার !
রবীন্দ্রনগর =  মেদিনীপুর !