প্রজাপতি প্রজাপতি মেলে রঙীন দুটি পাখনা ,
লাল নীল ডানা মেলে কোথায় উড়ে চললে বলনা ।
গোলাপ , যুথি , হাসনুহানা ,কোন ফুলেতে যাও বলনা ।
কার সাথেতে ভাব করেছো তাই কর তুমি আনাগোনা ।
উড়ে চলো কোথায় রঙীন রঙীন পাখনা মেলে ,
লাল নীল ছবি আঁকা ডানা দুটি দুলে দুলে ।
তোমায় কে দিল ভাই এমন রঙীন পাখা  ?
লাল লাল , নীল নীল , হলুদ, রঙে ছবি আঁকা ।
লাল ,সাদা গোলাপ খুলে পাপড়ি যখন ,
উড়ে গিয়ে বসো জুড়ে পাখনা  তখন  ।
প্রজাপতি প্রজাপতি উড়ে যাও কোথায় কখন ,
তোমার রঙীন রঙীন পাখনা দুটি ভুলায় যে মন ।
উড়ে গিয়ে বসো রঙীন ফুলের উপর ,
রূপে মুগ্ধ তোমার গোলাপ ,যুঁই ,টগর ।
তোমার লম্বা লম্বা শুঁড় দুটি বাইরে এনে ,
কত কথা কয়ে যাও ফুলেদের কানে কানে ।
কুসুম মেলিয়ে তার পুষ্প পত্র দলে ,
আনন্দে আবেগে সাথে সোহাগ দোলে ।


    *******************


রাত্রি - ৮:১৫ মিনিট ।
১০ / ১১ /২০২০ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।