দিয়ে হাতছানি ডাকছে আকাশ ,
আয়রে পাপিয়া আয়রে বাতাস ।
পাহাড়   চূড়ায়  জাগে উচ্ছ্বাস ,
ঝর্ণার স্রোতে বহে জলোচ্ছ্বাস ।


মনের গহীনে দুরন্ত ঢেউ ,
তুমি বিনে আর বোঝেনাতো কেউ ।
ধরি বারোমাস হয়েছে হতাশ ,
হতাশার বুকে কে দেবে আশ্বাস ।


এসো প্রেময় দূর কর ত্রাস ,
মনেতে জাগাও নব উচ্ছ্বাস ।
দুঃখের আশ্বাস করগো বিনাশ ,
রেখোনা জীবেরে করিয়া হতাশ ।


প্রলয় সাহস জাগাও প্রাণেতে ,
নিরাশ করোনা অগ্নি বানেতে ।
সুখ দুঃখ মায়া জাগাও মনেতে ,
বেঁচে থাক সবে দুঃখ সুখ সাথে ।


পূব দিগন্তে দিবাকর হাসে ,
শশিকলা নভে শূন্যেতে ভাসে ।
তারাগন ঘিরে চন্দ্র সকাশে ,
অবদান তব এভাবে প্রকাশে ।


এইরূপে প্রভু তোমার প্রকাশ ,
তুমি বিনে ভবে নাইযে বিকাশ ।
তুমিই প্রভু জগতের আশ্বাস ,
তাই বিভু ভবে তোমারি প্রকাশ ।


তুমিই প্রভু ত্রিভূবন ত্রাতা ,
তুমিই বিশ্বের ভাগ্য বিধাতা ,
তোমাতে সৃষ্টি তুমিই স্রষ্টা ,
তুমিই  বিশ্ব জগৎ পরিত্রাতা ।


  ============
সন্ধ্যা - ৫ : ২৬ মিনিট !
১৫ /০১ /২২ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !