বর্ষাকালের বর্ষাও রে ভাই এই রকম নয় ,
অকালে প্রবল বর্ষা আর না প্রাণে সয়  ।
কড়্ কড়্ কড়াৎ কড়াৎ গুড়ুম্ গুড়ুম্ বাজ ,
ইন্দ্ররাজা ধরেছে বাজ শক্ত হাতে আজ  ।
কুয়াশা ঘনায় যেন চারিধার শ্রাবনের বৃষ্টি ,
সাঁই সাঁই শন্ শন্ উঠে ঝড় একি অনাসৃষ্টি ।
বিজুরী খেলিয়া যায় ঝলসিয়ে চোখ  ,
ঘন ঘন ভূ-কম্পিত ডাকিতেছে মেঘ  ।
প্রকৃতির একি খেলা লীলা বোঝা ভার ,
প্রাক্ বর্ষনে যেন ধ্বংসের প্রভাব চারিধার ।
ধানশস্য সব্জি ফল ফুল ঝড়ে লন্ড ভন্ড ,
বৃষ্টিতে পচে গলে একাকার দুর্ভিক্ষের কান্ড ।
অগ্নিমূল্য ঊর্দ্ধে চড়ে হাত পুড়ে যায় ,
কিভাবে প্রাণ বাঁচাবে হলো বিষম দায় ।
দুর্বিসহ  সময় একি সহনে না যায় ,
রোগ সংক্রমণ খাদ্যাভাব প্রাণে বাঁচা দায় ।
করোনাতে গৃহবন্দী বৃষ্টিতে ভাসে দেশ ,
ঝড়ে জলে খাদ্য নষ্ট মানুষের দুর্ভোগ অশেষ ।


          *******************
বেলা -১১ : ৫৫ মিনিট ।
২৮ / ০৫ / ২০২০ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।