প্রণাম তোমায় ঘনশ্যাম ,
তুমি মোর গতি ,মুক্তি ;তুমি মোর রাম !
তুমি মোর কালাকাল ,তুমি মোর হরি ,
তোমার কৃপাতে আমি নরদেহ ত্বরি !
অসময়ের বন্ধু তুমি ,বিপদে উদ্ধার ,
গতিহীন জনে তুমি কর পারাপার  !
তুমি আদি ,তুমি অন্ত ,তুমি সৃষ্টির মূল ,
জীবন দরিয়ার মাঝি ,অকূলে দাও কূল !
তোমার দয়ায় প্রভু আসিনু ধরায় ,
মাতৃ জঠরে জন্মি  ,স্নেহ মমতায় !
মাতৃ  বুকে দুগ্ধ দিয়ে বাঁচাও জীবন ,
প্রণাম তোমায় ওগো নব ঘনশ্যাম  !
আনিয়াছ  ধরাধামে কার্য্য তব করিতে পূরণ ,
কার্য্য সিদ্ধি  হইলেই কাছে টেনে লওগো তখন !
তোমার করুণার প্রভু  মহিমা অপার ,
সবার '' হরি '' হে তুমি ,বিদিত সংসার !!


                *********
বিকেল - ৩:৪৫ মিঃ ; ডেব রা ;
০১ /০৮ /২০১৭ ; মঙ্গলবার |