প্রাণ পাখীরে তুই কোন বা দেশে যাস ,
পরাণ ফেলে গেলে পাখী সবারে কাঁদাস ।
তুইরে পাখী ছিলি বাঁশের খাঁচার ভিতরে ,
কাঁচা বাঁশের খাঁচায় যখন যায় ঘুইনে ধরে ---
কখন যে সেই কাঁচা বাঁশের খাঁচা ভেঙ্গে পড়ে ,
ওরে তখন কেউই তা'না কিছুই বুঝতে পারে রে ।


কোথায় যাসরে পরাণ পাখী ,
আর কোথাও না তোরে দেখি ,
ওতুই আসমানে লুকালি নাকি ,
সাথী স্বজনকে দিয়ে ফাঁকি ।


তুই পাখী উড়িয়া গেলে ,
''মড়া দেহ" কবে সবেরে ,
তখন চার বেহারার কাঁধে চড়ে ,
তুই  যাবি শ্মশান ঘাটেরে ।


তুইরে পাখী পরশমণি ,
তোরে তাই কেউ দেখেনি ,
ধরতে গেলে ধরা দিসনি ,
তুই কিইবা যাদু জানিস রে ।


***************
সন্ধ্যা  - ৭ : ৩০ মিনিট !
১৮ /০১ /২২ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !