আসিলে বিদায়ের ক্ষণ      নিদ্রাতে রব মগন ,
        তোমায় তখন পড়বে নাকো মনে ।
তবুও প্রভু থেকো পাশে     জীবনের সায়াহ্ন শেষে,  
  যদি না পারি তোমার নাম নিতে সেই ক্ষণে ।


সকল জীবনের দায়      সঁপে দিলাম তোমারপায় ,
      যাবার বেলায় কিছু মনে না থাকিবে ।
তুমি যে আপন আমার      দিলাম সমস্ত ভার ,
         ভবের লীলা যবে শেষ হবে  ।


এই প্রার্থনা তব পায়       নিও মোর সকল দায় ,
           জীবন সর্বস্ব সঁপিলাম তোমায়  ।
শেষের দিনে অন্তিম ক্ষণে      ঠাঁই যেন পাই ঐ চরণে ,
              প্রভু তুমি রেখো রাঙা পায় ।


শেষের সময় কালে       যদি নয়ন নাই খোলে ,
         প্রভু তুমি থেকো সহায় আমার ।
সেই ক্ষণে হাত ধরে       নিয়ে যাবে ভবপারে ,
          যথায় মুক্তি হইবে অপার  ।


       *******************
সকাল - ৯ : ৫৮ মিনিট !
১৩ /০৩ / ২২  রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।