স্থান হয়নি বৃদ্ধা মায়ের -
বিশাল বহুল ছেলে-বৌমার ফ্ল্যাটে ,
তাই বৃদ্ধা মা এখন -
অসহায় , নির্জনে ,ফুটপাতে ।


ছেলে বলেছিলো  বাইরে থেকে
                    ফিরে এসে -
তোমায় বাড়ী নিয়ে যাব মা ,
কত জনে আসে ,বাস ,ট্রেন, আসে-
ছেলে  আজও নিতে আসেনা ।


প্রহর যায় ,দিন যায় ,মাস যায় ,
বছর কাটে ,ছেলের আসার প্রতীক্ষায় ।
এখন বৃদ্ধার পেট চলে -পথচারী ,
কিংবা বাস ,ট্রেন যাত্রীদের করুণা ভীক্ষায় ।


ছেলে নিতে আসেনি আজও ,
বোধহয় আর আসবেনা কোনো দিনও ।
হয়তো এইভাবেই শোধ করবে ঋণ ,
জন্মদাত্রী ,গর্ভধারিনী অভাগিনী জননীর ।


অপেক্ষার বড়ই অসহনীয় যন্ত্রনা ,
হার মানে তার কাছে গর্ভ যন্ত্রনা ।
তবুও অপলক দৃষ্টিতে পথ চেয়ে থাকা ,
স্নেহময়ী জননীর মন শুধু বোঝেনা সে কথা ।


               *************


সকাল -৮:.৫৬মিনিট ,
১৩/০৪/২০১৯  শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ॥