জীবনের দ্বীপে ছিল দুটি সূর্য্য মোর,
যাদের বিহনে মন কুরে, ঝরে আখিঁ লোর।
হৃদয় বাগানে মোর দুটি ফুল ছিল,
'নিঠুর বিধাতা' মোর সে-ও কেড়ে নিল।
পিতৃ বুকে শিশুকালে খেলি কত দিন,
মাতৃ বুকের 'শুধা' র শুধিতে নারি ঋন,
সরলা জননী মোর পরম দেবতা,
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জ্ন্মদাতা।
যখন ছিলনা মোর নড়িবার বল,
ক্ষুধা পেলে, পলে পলে কেঁঁদেছি কেবল।
শত কাজ ফেলে মা যে ছুটে এলো,
বুকের শুধা দিয়ে মোর ক্ষুধা নিবারিল।
রাজার দুহিতা মাতা, লক্ষী প্রতিমা,
জীবন 'আদর্শ' মোর, নেই মাতৃ সমা।
সু-হৃদয় পিতা মোর বড় ভালবাসি,
স্নেহ ছিল, ক্ষমা ছিল, ছিল মুখে হাসি।
মাতা পিতা ভরসা মোর, কেন কেড়ে নিলে?
বিশাল জগত্ মাঝে ভাসায়ে অকুলে।
'হৃদি-মন্দির' মাঝে মাতা-পিতা মোর
প্রতিষ্টা করে আমি ডাকি নিশিভোর।