প্রেম হয়না রূপে মজিলে ,
প্রেম হয়যে মনের মিলে !
বাহিরের রূপে হয়ে মগ্ন,
প্রেম কোরোনা কক্ষনো !
শ্রীরাধা মজেছিল পিরীতে ,
কৃষ্ণকালার  রূপের মোহেতে !
প্রেম করিয়া  রাধা সতী,
হয়ে গেল যে অসতী !
নিধুবনে করে কৃষ্ণ ভজনা ,
ঘরে শ্বাশুড়ী ,ননদীর গঞ্জনা !
কৃষ্ণ প্রেমে পাগলীনি ,
হয়ছিল মীরা রানী !
আর জনা প্রেম পাগলীনি ,
সে  হ' ল রামী রজকিনী
পাগলীনি পাগল হ'ল ভক্তি প্রেমে ,
যে প্রেমের নেশায় জগৎ ভ্রমে!
তারা হয়ে প্রেমের  কাঙালিনী ,,
তাদের নাম হ'ল যে কলঙ্কীনি  !
রূপ থাকেনা সারা জীবন ,
রূপের মোহে হইয়ো না মগন  !
রাধারানী কৃষ্ণ , প্রেমে সদামতী ,
বদনাম নিয়েও কাঁদে  শ্রীমতি                  


          ******
রাত্রি -১০:৩০ ,   কলকাতা
২১ /০৫ /২০১৭ ,রবিবার !