পাবনা জেলা ,হিমায়েৎপুর গ্রাম  ,
জন্ম নিলেন মহাপুরুষ ' অনুকূল ' নাম ।
পিতা তাঁর শিবচন্দ্র ,মাতা মনমোহিনী  ,
তিরিশে ভাদ্র ,মূলা নক্ষত্র ,তিথি তাল নবমী ।
"রাধানামে " মাতাইতে প্রতি ঘরে ঘরে ,
"রাধানাম"বিলাইতে এলেন দেওঘরে ।
মা মনমোহিনী  স্বপ্নে পেয়েছিলেন নাম ,
সেই নামে মাতোয়ারা হইল ধরাধাম ।
স্বপ্নে দেখেছিলেন মাতা সৎগুরু নাম ,
সৎশিক্ষা সেই নামে লইল বিশ্বধাম ।
মনমোহিনী মাতা তাঁর ষোড়শীবালা জায়া ,
ধরাধামে এলেন নেমে ধরে মানবী কায়া ।
তুমি অনাথের নাথ ,তোমায় করি প্রনিপাত ,
জগতের পতি  তুমি মম হৃদয়ের নাথ ।
ওহে পুরুষোত্তম মোর হৃদয়ের প্রিয়তম ,
নমঃ নমঃ প্রভু মম তুমি জগৎ প্রনম্য ।
পতিতপাবন হরি তুমি জগৎ উদ্ধার ,
সদ্ গুরু তারকব্রহ্ম তুমি প্রেম অবতার ।
তোমাবিনে  জগৎস্বামী জগৎ অন্ধকার ,
কোথা যাব কোথা পাব দেখাগো তোমার ।
লীলাময় হরি তোমার লীলা বুঝা ভার ,
চরণতরী দিয়ে কর পাপী তাপী উদ্ধার ।


          🙏 🙏 🙏 🙏 🙏 🙏


০৪/১০/২০১১ মঙ্গলবার ।
বসন্তপুর = খড়্গপুর ।