মাধবী মালতীতে মধু মিতালী ,
শিমুলে পলাশে রঙে খেলিছে হোলি ।
চামেলী ,চম্পা,বেলা আর শেফালিকা ,
যূথিকা,জবা,যুঁই ,ক্যামেলিয়া , মল্লিকা ।
কৃষ্ণচূড়া ,জবা ,আবীর ছড়ায় ,
বসন্তে রঙে রঙে রাঙা ফাগুয়ায়।
গুঞ্জনে গুন গুন হাসনুহানায় ,
অলিকুল দল বেঁধে মধুপানে ধায় ।
সৌরভেতে মুকুলিত আম্রমুকূল ,
যুঁই ,কামিনী ,ডাকে এসো নিমফুল ।
দীঘি জলে শ্বেত শতদল ঐ হাসে ,
শাপলা ,শালুকে দেখ দীঘি জলে ভাসে ।
মৃদু মন্দ্র সমীরণ  বহে ধিরিধিরি ,
গাছে গাছে পাতাগুলি কাঁপে শিরিশিরি ।
গোলাপে ,বেলিতে অলি গুঞ্জিছে সুর ,
বসন্তে ফাগের হাওয়া লাগে সুমধূর ।
কৃষ্ণচূড়ায় ঐ রাঙা অনুরাগ ,
বেহাগের সুরে বাজে বসন্ত রাগ ।
ফাগুয়া রাঙা হ'ল আবীর রঙে ,
বধূয়া রংগেতে রাঙে প্রেম অনুরাগে ।


         ********
সন্ধ্যা = ৫:৩২ মিনিট ,
০৮ / ০২/২০১৯ শুক্রবার ।
কেরানীটোলা = মেদিনীপুর ।