বসন্তের আগমনে মুকুলিত আম্রবনে ,
অলিকুল গুঞ্জনে কেতকী বিথীকা সনে ।
কাঞ্চন বিকসিত ফাগুনের নিমন্ত্রনে ,
দোয়েল কোয়েল শিসে মাতাল যুথিকা বনে ।


ফাগুনে  আগুন জ্বলে পলাশ শিমুল শাখে ,
কোকিল মধুর গানে মাতাল দিকে দিকে ।
ডাহুক ডাহুকী ডাকে বৃক্ষ শাখায় ,
বনু বনে  মর্মরে দক্ষিনা বায় ।


নীল যমুনার জলে বহিছে উজান ,
বসন্তের আবাহনে মিষ্টি মধুর তান ।
কম্পিত নদী জল ঝিলিমিলি  করে ,
নৌকা নোঙর করা বেলাভূমি 'পরে ।


রাখালিয়া বাঁশীর সুর ঐ শোনা যায় ,
প্রান্তরে মিঠে সুর ভাসিছে হাওয়ায় ।
গাঁয়ের সব ছেলে মেয়ে সেদিক পানে ধায় ,
যথায়  রাখাল ছেলে বাঁশরী বাজায় ।


বসন্তের রঙে রাঙে প্রেম অনুরাগ ,
সানাইয়ের সুর বাজে বেহাগের রাগ ।
কৃষ্ণচূড়ার পাপড়ি  রাঙা রঙে রেঙে ,
   হিয়া রাঙে বসন্তের  প্রেমঅনুরাগে ।