প্রেমের বাঁশরী বাজে হৃদিবৃন্দাবনে ,
রুনুঝুনু নূপুর নিক্কন শোন বাজে চরণে ।
অনুরাগে রাঙা হোল রাধা প্যায়ারী ,
অভিমানিনীর মান ভাঙায় মুরারী ।
পা'ধরে সাধে শ্যাম,শ্রীরাধার না ভাঙ্গে মান ,
না কর না কর মান, ভোল  ওগো অভিমান ।
ত্যাগী মান ,আঁখী তোলো ,যোগিনী বেশ পরিহর ,
এলোচুল বাঁধ বেনী ,যোগিনী পারা ত্যাগ কর ।


ললিযার কুঞ্জে আমি ছিলাম নিশিথে ,
রজনী প্রভাত হোলো নিদ ভাঙিতে ।


  হৃদিবৃন্দাবনে আজ যুগল দর্শন
" রাধাকৃষ্ণ "যুগল  পদে দিনু মম ভক্তি চন্দন ।
"যুগল মিলন"হৃদে প্রেমের বৃন্দাবন ,
প্রেম বিনে প্রেমের ঠাকুর মিলে কি কখন ?
প্রেমে গাঁথা প্রেম হার ,দিনু  তোমায় উপহার ,
প্রেমের ঠাকুর মম ,প্রেম পুষ্পচন্দন লহ আমার ।
তোমার প্রেমে পাগল রাধা বিনোদিনী ,
তোমার নিত্য প্রেমে আমি হই উদাসিনী ।


            🌹🌹🌹🌹🌹🌹🌹
              🌿 🌿🌿🌿🌿
                    🌸🌸🌸
                        🌷
রাত্রি _১০: ১৫ মিনিট ,
১৩ /০২ /২০১৯ বুধবার ।
কেরাণীটোলা = মেদিনীপুর ।