(প্রিয় কবি '' ফয়েজ উল্লাহ্ রবি (পারিজাত ) কবির 'প্রেম সাগর ' কবিতার প্রেক্ষিতে আমার "প্রেম -ভালবাসা "কবিতাটি কবিকে উৎসর্গ করলাম ¡)



প্রেমের নেশা যার ধরেছে ,সেই মরেছে ,
নেশায় মাতাল হয়ে দিক ভ্রম হয়েছে ¡
কোনটা কোন দিক তার হুঁস থাকেনা ,
আসল-নকল ,কাঁচ-হীরে ,চিনতে পারেনা ¡


হীরে ফেলে কাঁচ তোলে ,এটাই তার নেশা ,
নেশার ঘোর কাটে ,যখন ফেরে দিশা ¡
প্রেমের নেশায় মাতাল হয়ে ,অপাত্রে প্রেম দান ,
চরিত্র ,কুল ,সব খোয়াল ,নেই কোন সম্মান ¡


প্রেমের  নেশায় পাগল হল বৃন্দাবনের কানু ,
সময় নেই ,অসময় নেই ,বাজায় শুধু বেনু  ¡
প্রেমের নেশায় মজে গেল ব্রজের রাধারানী ,
শ্বাশুড়ী ,ননদী ঘরে ,বলে কলঙ্কিনী ¡


মা যশোদার প্রেমে পড়ে গোপাল ননী খায় ,
যত রাখাল খেল ননী গোপাল বাঁধা যায় ¡
বিদুরের প্রেমে বাঁধা ,খুদ খেলেন সখা কৃষ্ণ ,
কুঁড়ে ঘর হল দালান ,বিদুর প্রেমে মগ্ন ¡


গুহক চন্ডালের প্রেমে ,রাম দেন আলিঙ্গন ,
রামী ধোপানীর প্রেমে ,চন্ডীদাসের অন্ধ দুই নয়ন ,¡
বীর হনুমানের প্রেমে -ভক্তিতে রাম  অনুরক্ত ,
রাম সীতা বুকের মাঝে ,দেখান রাম ভক্ত  ¡


মায়ের প্রেম যায়না ভোলা ,জগতের সার ,
সকল প্রেম হার মানে ,মায়ের  স্নেহের আধার ¡
খাঁটি প্রেম হয়না কারুর ,মায়ের শুধু হয় ,
আর যত প্রেম পরশ ,দেনা -পাওনার প্রশ্ন রয় ¡


ভাই-বোনের প্রেম ভালবাসা রক্তের বন্ধন ,
নির্ভেজাল প্রেম  ,ভালবাসা দিতে পারে কোনজন ?
কতশত প্রেম ভালবাসার কথা বলা নাহি যায় ,
প্রেমে ভক্তি ,প্রেমে মুক্তি ,প্রেমেই নরক বাস হয়


                  ********
দূপুর -১:১০ মিনিট ,
০৪ /০৭ /২০১৮ বুধবার ,
          ডেবরা ¡