এসো জয়জয়কার ভ'রে ,
এসো মরুভূমি ফেলে দূরে ।
এসো স্নিগ্ধ মনোময় মন্দিরে ,
এসো লালিমা রাঙা প্রান্তরে ।


জাগো বসন্তের রঙীন উৎসবে ,
জাগো মহানুভবতার অনুভবে ।
যেথা আবীরে হবে আবীর খেলা ,
সেথা ফাগুনে হবে ফাগুয়া মেলা ।


যথা মনের গরিমা সনে ,
আর আবর্জনা স্তুপ  জমে ।
অন্তরঙ্গ হয়না তার সনে ,
যে অহংকারী মনে মনে ।


অহংকারের বড় জ্বালা ,
হয় সে কাঁটার মালা ।
শুধু সদাই অবহেলা ,
না যায় সমাজে বলা ।


পরচর্চা পরনিন্দা সর্বদাই ,
সুনজরে কউ দেখে নাই ।
সমাজে সে আপদ বালাই ,
তার সাথে সম্প্রিতী কারো নাই ।


সজ্জন সৎমন না হয় ব্যবধান ,
সবার অসময়ে সে সর্বক্ষণ ।
সর্বদাই সবার হয় প্রিয়জন ,
সর্বদাই করে সে মহৎ আচরণ ।


  *****************
রাত্রি - ৮ : ৩৫ মিনিট !
১৫ / ০২ / ২২ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !