ঘরে ঢুকে চাঁদের আলো  ,
স্নিগ্ধতা  গায়ে বুলিয়ে দিলো  ।
প্রভাত বেলা পুবের আলো  ,
শিয়রে সবার ঘুম ভাঙালো  ।

ভোরের পাখীর কলকাকলি  ,
মিঠে সুর কানে দিলো ঢালি  ।
প্রভাতে জাগে পাকপাখালী  ,
ওই শোনা যায়  গুঞ্জে অলি   ।

আলো পড়ে ঘরের মাঝে ,
হরষে মনে মধুকর নাচে ।
পেয়েছি তারে বক্ষ মাঝে  ,
পরশে  তার অঙ্গ মজে   ।

মহান সৃষ্টির বৈচিত্র ময়  ,
ইশারায় সে কি কথা কয়  ।
মনে মনে তা বুঝে নিতে হয়  ,
ইঙ্গিত তার সারা জগৎময়  ।

সৃষ্টির সব কিছু শিখে নিতে হয়  ,
ধুলো বালি কাদা নদী জঙ্গলময়  ।
সাগর সমুদ্র আছে যত জলাশয় ,
সবই সৃষ্টির আদি অনন্ত ময় ।

সমুদ্র সাগরের যত জলাশয় ,
বাষ্পিভূত হয়ে সবে উর্দ্ধে উড়ায় ।
মেঘের সৃষ্টি করে আকাশ বলয় ,
বৃষ্টির সৃষ্টি হয়ে বারিধারা বর্ষয়   ।

          ***************
বিকাল -- ৪ : ০০ টা  ।
২৮/০৬/২৫ শনিবার  ।
        কোলকাতা  ।