আয়রে হাসি আয়রে খুসী প্রাণ খুলে গাই গান ,
মা আসছেন মা আসছেন আগমনীর গান ।
মা আসছেন দোলায় চড়ে কৈলাস শিখর হ'তে ,
সঙ্গে কার্ত্তিক গনপতি পশুরাজের স্কন্ধে ।
লক্ষ্মী  সরস্বতী সাথে আছেন পশুপতি ,
পশুপতির সঙ্গে চলে নন্দি ভৃঙ্গী আনন্দে মাতি ।
মায়ের আগমনে ধরার ধরে  নাকো হর্ষ ,
এবারে কই দেখি তেমন সবাইতো  বিমর্ষ ।


আকাশে বাতাসে ভাসে আগমণীর গান ,
বছর পরে উমা আসবে ঘরে ধরায় জাগে প্রাণ ।
মনটা নাচে তাথৈ তাথৈ প্রাণে জাগে আনন্দ ঐ ,
বছর ঘুরে এলো ফিরে উমাসতী এলো কৈ ।
আয়রে হাসি আয়রে খুশী পূজার আনন্দে ,
সবকিছু দূরে ঠেলে উঠি আনন্দে মেতে ।
আয়রে দাদা আয়রে দিদি ভরি মোদের প্রাণ ,
নিয়ম কানুন মেনে সবাই আনন্দে গাই গান ।
মাযে মোদের আনন্দময়ী নিরানন্দ করেনা ,
তাই থেকনা নিরানন্দ হয়ে প্রাণ খুলে সব হাসোনা  ।
মা এসেছেন মা এসেছেন মা এসেছেন ঘরে ,
আনন্দময়ী মাযে মোদের ভারনা কি আর ওরে ।

  
    ***********************
বিকেল - ৪ : ১২ মিনিট।
২৮ /০৯ /২০২০ সোমবার।
কেরানিটোলা = মেদিনীপুর।