তাকধিনা ধিন ধিন্না ,
বাজে পূজার বাজনা ।
আয়না সবে আয়না ,
দেখতে যাই প্রতিমা ।


আসছে রে ভাই পূজা ,
মর্ত্তে আসবে দশভূজা ,
হবে কতই না মজা ,
দেখবো সবাই পূজা ।


সাথে কার্তিক গনপতি ,
আসবে লক্ষ্মী সরস্বতী  ।
সিংহপৃষ্ঠে অধিষ্ঠা ভগবতী ,
সঙ্গে বলদ বাহন পশুপতি ।


মা দশপ্রহরন  ধারিণী ,
মহিষাসুর মর্দিনী ,
অসুর বক্ষে দিয়ে পদ ,
ত্রিশূলে করেছেন বিদ্ধ ।


মা থাকবেন তিন দিন ,
কাটবে আনন্দেরি দিন,
মোদের মন হবে রঙীন ,
পূজায় কাটবে সারাদিন ।


সপ্তমীতে আগমণ ,
অষ্টমীতে পূজা ,
নবমীতে অন্নভোগে
পূজবো দশভূজা ।


            
বিদায়ের করুণ সুরে
বিজয়া এলো  যে রে ,
আবার মা আসবেন ঘুরে,
একটি বছর পরে ।


***************
বিকাল - 3 :16 মিনিট !
08 /09 /21 বুধবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !