পূজোর গন্ধ এসেছে ,
প্রাণ ছন্দে দুলেছে ।
সুরের ঝর্ণা বয়েছে ,
হৃদয় আনন্দে নাচিছে ।
মনে মন যে জাগিছে ,
সুরে  মন যে ভরেছে  ।
মহুয়ায় মৌ যে জমেছে ,
ভোমরা মাতাল হয়েছে ।
অলি গুন গুন গুঞ্জে ,
ফুলে মধুপ বসেছে ।
গাছে  শিউলী ফুটেছে ,
মন আনন্দে ভরেছে ।
হাওয়ায় নাচন লাগিছে ,
ঊর্মি হাওয়ায় দুলিছে  ।
পবন হর্ষে বহিছে ,
ঝর্ণা ঝর ঝর ঝরছে ।
পদ্মে অলি জুটেছে  ,
পরাগ রেণু লুটিছে  ।
শঙ্কা ভয় নেইরে আর ,
পূজো এলো যে আবার ।


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


সন্ধ্যা - 5 : 35 মিনিট ।
26 /09 / 21 রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।