আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশ ছেয়ে ,
আনন্দের জোয়ার এল হের ঐ ধনীর দুয়ারে !


মধু ,বিধু  ,দেখে রয় ফেল ফেল চেয়ে ,
পায়ে নূতন জুতো নেই ,নেই নূতন জামা গায়ে !


ছেঁড়া জামা ,ছেঁড়া জুতো ,রুক্ষ চুল ,শরীর ,
কড়ি নেই ঘরে তাদের মা -বাবা খাটে মজুর !


নুন ,শাক ,ভাত খেয়ে দিন যে  কেটে যায় ,
ভাল ভাল খাবার তারা দেখেনি তো হায় !


চন্ডী মন্ডপে  দূর্গা প্রতিমা গড়ছে আনন্দে ,
ঢাকের তালে ছেলের দলে নাচে ছন্দে ছন্দে !


ফুল নৈবিদ্য সাজিয়ে নিয়ে নূতন কাপড় গায়ে ,
বৌ-ঝিয়েরা পূজো দিতে যাচ্ছে খালি পায়ে !


সবার মনে আনন্দের ছোঁয়া ,নেই মধু ,বিধুর ,মনে ,
মা যে চোখে বারির ধারা ,মুছে আঞ্চল কোনে !


সবার গায়ে নূতন জামা ,নূতন জুতো পায়ে ,
মধু ,বিধুর ,মলিন বদন দেখছে শুধু চেয়ে !


সন্তানদের মনে কষ্ট ,মায়ের হৃদয় ভেঙ্গে যায় ,
ভাবছে মনে নূতন জামা  ,নূতন জুতো ,কিনবে কি উপায় !


নুন আন্তে পান্তা ফুরোয় ,নেইকো কড়ি ঘরে ,
মধু ,বিধুর ,হাসি মুখ দেখবে কেমন করে !


ছেলের দুঃখ মায়ের মনে  হানছে কুঠারাঘাত ,
ছেলের মুখে ফুটবে হাসি ভাবেন মা দিনরাত !


                  *********
বেলা -১১ঃ৪৫ মিনিট ,
০৮/০৯/২০১৮ শনিবার ,
অলটেন - সুইজারল্যান্ড !