হারিয়ে গেছে দিনগুলি সব আসবেনা আর ফিরে ,
সুখ শান্তি হারিয়ে গেছে জীবন থেকে ওরে ।
আনন্দ আর নাইকো ওরে নাইকো হাসি খুশী ,
যে যা খুশী সে তা করে নয়কো কম বেশী ।
একেই সাথে বসে খাওয়া উঠেই গেছে পাট ,
বলে - ওসব পুরাননো দিনের যতঃসব ঝঞ্ঝাট ।
পৌষ মাসে একসাথে সব ,বানানো পিঠে পুলি ,
হারিয়ে গেছে দিনগুলি সব শুধু গল্প গুলি ।
শীতের সকাল রৌদ্র মেখে দাওয়ায় বসে খাওয়া ,
হারিয়েযাওয়া দিনগুলি আর যাবেনাকো পাওয়া ।
খেজুর রস আর গুড় পাটালি ,শীতের সকাল বেলা ,
ভোলা কি যায় বালুর চরে হা-ডু-ডু খেলা ।
পৌষ পার্বন ,পিঠে পুলি ,কুস্তিলড়াই ,রাজপুত্তুরের কথা ,
আগুনজ্বেলে  গা-হাত সেঁকা ,মরতো গায়ে ব্যাথা ।
ভোর বেলাতে স্নান করে এই মাঘ মাসেরেই শীতে ,
ভরতো যে মন সরস্বতীর আরাধনায় গীতে ।
ফাল্গুনেতে হলি খেলাগ্রামের পথে পথে  ,
আবীর খেলা ,পিচকারী রঙ পথে যেতে যেতে ।
চৈত্র মাসে চড়ক পূজা ,ভক্তা চড়ক গাছে
রঞ্জা ফোঁড়া ,প্রণাম সেবা ,খাটতো বাবার কাছে


       🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


সন্ধ্যা - ৭:৩০ মিনিট ।
১৬ /১১/ ২০১৬ বুধবার ।
ডেবরা ।