আকাশে ঐ পূর্ণইন্দু ,
      ছড়িয়ে আছে তারাবিন্দু !
                কোথারে সে সুধাসিন্ধু ,
                        যেথা মনইন্দু পরকাশে !


      
পূর্ণইন্দু ছড়িয়ে আলো ,
     আকাশের ঐ সীমানা ছাড়িয়ে এলো !
                           আঁধার কালো দূরে গেল ,      
                                 জোছনার ঐ হাসে আলো  !


পূর্ণিমার ঐ রাতের আলো ,
       কারনা বলো লাগে ভালো ?
             সেই আলোতে মন জুড়ালো ,
                       তাইতো ধরার লাগে ভাল !


ভোরের আলো ফুটল যখন ,
               পূর্ণইন্দু নিদ্রা মগন !
                     মায়ের কোল যে করে আলো ,
                                স্নেহ মমতায় সে ঘুমালো !



                                         ********


সন্ধ্যা - ৭:০৫ মিঃ , কলকাতা !
০৫ /১২ /২০১৭ ,বৃহস্পতিবার  !