গোলোকেতে তুমি যেগো হও শ্রী হরি ,
ধরাপরে জন্ম নিলে হয়ে নরহরি ।
গোষ্ঠেতে রাখাল রাজা হও রে  গোপাল ,
হিমায়েতপুরে জন্ম নিলে হয়ে মনমোহিনী দুলাল ।
শ্রী অনুকূল নামে তুমি জগৎ বরন্য ,
পুরুষ পুরুষোত্তম রূপে হও অবতীর্ণ ।
দয়াময় দয়াল তোমায় কেমনে পাশরি ,
কি করে পাইব কৃপা ওগো দয়াল হরি ।
দেওঘর বৃন্দাবন সম পুণ্যধাম ,
যে ধূলি পরশিলে তুমি সেই তো মোক্ষধাম ।
গোপাল , গোবিন্দ , রামকৃষ্ণ , গৌউর , হরি ,
মনমোহিনীর প্রাণধন শ্রী অনুকূল ত্রিপুরারি ।
'রাধাকৃষ্ণ 'নাম গানে মজাইতে ধরায় যে গো এলে , হরি নাম সংকীর্তনে , ভক্তগনে বুকে টেনে নিলে ।
হরিনাম, সৎনাম না যায় বর্ণন ,
এ নামের মহিমায় পাপ হয় বিমোচন ।
না পারি বর্নিতে নামের অপার মহিমা ,
নামের মহিমায় পায় অপার করুণা ।
মধুময় মধুরনাম করিলে উচ্চারণ ,
নাম উচ্চারনে হয় পাপ বিমোচন ।
অচেতনে করিতে চৈতন্য তুমি যেগো আস ,
অচেতন পাপী যারা তাদের ভালোবাস ।
তওবা নামের মহিমার মোহে সবে ছুটে আসে ,
সৎনাম , সৎসঙ্গে , অটুট তিমির নাশে  ॥
মর্ত্যভূমে জন্ম নিয়ে মহি কর ধন্য ,
দয়াময় হরি তুমি জগৎ প্রনম্য  ।


         🙏🙏 🙏 🙏 🙏 🙏
দুপুর -১২:৪০ মিনিট ॥
০৮/১১/২০১১ মঙ্গলবার ।
বসন্তপুর = খড়্গপুর ।