কাজলা বরণ দীঘল নয়ান
              মিষ্টি হাসি চপল চরণ ,
পুতুল পুতুল মুখের গড়ন
             দেখলে তারে জুড়ায় জীবন ।
সুরমা আঁকা চোখ দুটি তার
             লাল টুকটুক ঠোঁটের বাহার ,
ঝনক ঝনক বাজে কাঙ্কন
              পায়ে নুপূর বাজে ঝমঝম ।
কেশ উড়ে তার কালো মেঘে
               আঁচল উড়ে তারে ঢেকে ।
হেরলে  তারে মন ভরে যায়
              কি মাধুরী মুখের শোভায় ।
চপল চরণ হাঁটে যখন
             মনে সাধ বুকে জড়াই তখন ।
আদরের ধন সেযে সবার
             তার হাসিতে সব মানে হার ।
কি মায়া খেলে নয়নে তার
             পুতুল মেয়ের মুখ হলে ভার ।
মিষ্টি মিষ্টি মু'খানি তার
              মন উচাটন হয় বারবার ।
ওষ্ঠে যে তার দুষ্টু হাসি
                মন যে সবার করে উদাসী ।
আয়েরে তোরে বুকে ধরি
                সবার মন তুই করলি চুরি ।


      ******************
দুপুর -১২ :00 টা ।
১৫ /০৩ /২১ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।