পুতুল মেয়ের বিয়ে ,
গায়ে হলুদ দিয়ে ।
আলতা রাঙা পায়ে ,
চন্দনের ফোঁটা পরিয়ে ।


বর আসবে ছাদনা তলায় ,
শোলার টোপর দিয়ে মাথায় ।
ফুলের মালা দোলে গলায় ,
পালকী আনে চার বেয়ারায় ।


বাজছে কত বাঁশী সানাই ,
জ্বলছে কত তুবড়ি রোশনাই ।
বর আসছে পালকী চড়ে ,
বরযাত্রী যত সঙ্গে করে ।


বরযাত্রী পেট ভর্তি করে ,
খাবে মিঠাই যত পারে ।
মেয়ের বিয়ে হলে পরে ,
মেয়ে যাবে শ্বশুর ঘরে ।


মেয়ের সাথে যাবে ক'জন ,
ছাড়তে যাবে ভাই বোন ।
সঙ্গে যাবে যৌতুক যত ,
আর যাবে বৌভাতের ত্বত্ত্ব ।


**************
বিকাল - ৪ : ৫০ মিনিট !
২৫ /০২ /২০২২ শুক্রবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !