তোমার কবি আমার কব
           জোড়াসাঁকোর  রবি কবি ,
প্রাণের কবি মনের কবি
             কাব্য গানের প্রিয় কবি  ।


বর্ন পরিচয় সহজপাটে
             লিখেছেন কবি ছন্দ পাঠে ,
গীতি কাব্য উপন্যাসে
            ছবি আঁকে মনের পটে ।


মৃত্যু প্রনয় জন্মদিনে
            করি নিবেদন তাঁরই গানে ,
পূজা অর্চনা অনুষ্ঠানে
             সূচনা হয় তাঁরই গানে ।


২৫ শে বৈশাখ জন্ম কালে
               গঙ্গা পূজি গঙ্গাজলে ,
ছবি সাজাই বেদিমূলে
            শ্রদ্ধা জানাই সকলে মিলে ।


রবীন্দ্রনাথ বিশ্বে অমর অক্ষয়
              নোবেল পুরস্কার করেন জয় ,
তাঁর জন্মদিনের অপেক্ষায়
                  থাকে  বিশ্ব জগৎময় ।


২৫ শে বৈশাখ পালন করি
                   কবির কবিতা ও গানে ,
অমর হয়ে আছেন তিনি
                কাব্যে গানে মোদের প্রাণে ।


     *****************
বেলা  -১০ :৫০ মিনিট ।
০৫ /০৫/২২ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।