ওরে কৃষ্ণ মেঘের দল তোরা চললি কোথায় বল ,
যেথায় রাই বিনোদিনী আনতে যাবে  জল ।
ওরে নীল যমুনার জল আমার কৃষ্ণ কোথায় বল ,
বিলাপ করে রাধারানী সদাই হয়েছে পাগল  ।
আমার বিনোদিনী রাই বলে  কৃষ্ণ কোথায় পাই ,
চল সখী চল আমায় নিয়ে যেথায় আছে কানাই ।
আমি সদাই ভাবি কানাই ,কানাই ভুলেছে আমায় ,
নিঠুর কালা গেলো ছেড়ে আমায় ভুলিয়ে ছলনায় ।
আমি কৃষ্ণ বিরহেতে মরি আমার কোথায় আছে হরি ,
ললিতা বিশাখা তোরা সখী আমায় বলনা ত্বরা করি ।
কৃষ্ণ প্রেমের জ্বালা আমার হয়েছে গলার মালা ,
আমায় বলে দেনা তোরা  আমার কোথায় কৃষ্ণ কালা ।
আমি কানু প্রেমের পিয়াসী আমায় করলো উদাসী ,
আসছি বলে গেলো চলে বলে আসি আসি !
ওলো বারহিনী রাই তুই মিছেই ভাবিস বৃথাই ,
তোর রসিক নাগর আসবে ফিরে তোরে ভুলে নাই ।
কৃষ্ণ প্রেমে  পাগলিনী আমার রাধা বিনোদিনী ,
কানুর প্রেমে মাতোয়ারা যেন হয়েছে রাই উন্মাদিনী ।


       ***********************
দুপুর - 1 :15 মিনিট ।
20 /09 /21 সোমবার ।
রবীন্রনগর  = মেদিনীপুর ।