জল তুমি নিরাকার ,
তোমার কোনো আকার নেই ,
যে পাত্রে  থাক তুমি , তারই
আকার ধারণ কর । গ্লাস ,
কলসী , বালতি , বাটি ,
যখন যাতেই থাকো , তারই -
মতো আকার নাও । তোমার
কোনো রঙ নেই , তুমি স্বচ্ছ ,
তরল । তুমি সাগর সঙ্গমে -
ছুটে চল পাগলিনি প্রায় । অগাধ
বারিধি । জলের শেষ নেই ।
নদীর উত্তাল তরঙ্গ তুলে -
প্লাবিত কর দুই কূল ।
খালে , নালায় , খল খল করে
বয়ে চল । কূঁয়ার ভিতর স্তব্ধ ,
স্থির হয়ে থাক । পুকুরে কখনো ছড়িয়ে ,
কখনো গভীরে স্থির হয়ে থাক ।
কখনো তোমার শান্ত জলে ঢেউ-
তুলে মাছ লাফিয়ে বেড়ায় ।
মরাল-মরালি হংস মিথুন  খেলে ।
আবার পদ্মপাতার উপর টলমল কর ।
কেউ কেউ ঢেউ তুলে স্নান করে ।
কখনো তুমি  ঘাসের উপর -
শিশির বিন্দু হয়ে ঝরে পড়।
কখনো সাদা , কালো , মেঘের ভেলা ভাসিয়ে বৃষ্টি হয়ে বর্ষাও । আবার -
পাহাড়ের গা বেয়ে ঝর ঝর ঝরণা হয়ে নাম।
তোমার কোনো আকার নেই -
অথচ তোমার কত রূপ ? "জলই জীবন ",
তৃষ্ণার্তদের পিপাসা মিটাও । এক কথায় -
জীবন দাতৃ , তুমি এক রহস্যময়ী ।
তোমার গল্প বলে শেষ হয়না ।
তুমি ছাড়া  সব কিছুই অচল ।


     ************
বিকেল -৩:২৮ মিনিট ।
২০/০৭/২০১৮ শুক্রবার ।
        লালগড় ।