ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে পাতার ফাঁকে ফাঁকে ,
মাঝে মাঝে ঝড়ো হাওয়া বইছে থেকে থেকে ।
কড় কড়্ কড়াৎ কড়াৎ পড়ছে কত বাজ ,
গুরু গুরু ডাকছে মেঘ ভয়ঙ্কর আওয়াজ ।
মেঘের  সারি আনছে বারি ঘনিয়ে আসে আঁধার ,
চোক ধাঁধিয়ে বিজলী চমকে আলোকিত চারিধার ।
মাঠে কৃষক পথে পথিক ভিজছে জলে আবার কেহ ,
আনন্দে মাঠে ধান কাটে চাষী অসীম উৎসাহ ।
কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো ঝড়ো হাওয়া ,
ধান কাটে আঁটি বাঁধে বৃষ্টির ভয় মাথায় ধান বওয়া ।
মাতাল হাওয়া থমকে যাওয়া ওমনি আসে বৃষ্টি ,
মাঠ ঘাট ভাসছে জলে ডুবলো ধান একি অনাসৃষ্টি ।
ভাসলো খাল নদী নালা ভাসলো  ডুবলো পুকুর ঘাট ,
চাষীরা সবে কাটছে ধান ডুবলো ধানের জমি মাঠ ।


বৃষ্টিরানী ছিঁচ কাঁদুনি হঠাৎ আসে কান্না ,
ঝরঝরিয়ে পড়ছে ঝরে বইয়ে চোখে বন্যা ।
মা যখন তার আদর করে কান্না ভুলে যায়
                      ফিরে সে মায়ের কোলে ,
তার আবার কান্না আসে দুচোখ ভরে রাগ অভিমান হলে ।


  ×××××××××××××××××××××××××××××××××××
দুপূর - ২ : ৪৫ মিনিট  ।
২২ / ০৫/ ২২ রবিবার ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর  ।