দয়াল বেশে এসেছো হরি হয়ে রাজার রাজা ,
তুমি আমার প্রেমের ঠাকুর ,আমার মনের রাজা ।
রাজার রাজা হয়ে তবু ওগো দয়াল হরি  ,
দ্বারে দ্বারে ঘুরে বেড়াও প্রেমেরি ভিক্ষারী ।
ভক্তের ভগবান তুমি লক্ষ জনার মাঝে ,
ভক্তিভরে ডাকে যেজন ,তুমি বাঁধা তারই কাছে ।
পিবদে পড়িয়া যেজন তোমায় ডাকে একমনে ,
পিবদ  হইতে রক্ষা তুমি কর সেই জনে ।
স্থলে ,জলে ,অনলে ,শত্রু মধ্যে ,কারাগারে ,
অন্তরীক্ষ হ'তে তুমি রক্ষা কর তারে ।
বহুরূপে দেখা দাও যে যেভাবে ডাকে ,
অরিরূপে ,সখা রূপে ,পুত্র ও কন্যারূপে তাকে ।
হিরণ্যকশিপু , পুত্র প্রহ্লাদে বধিতে চাহিলে ,
নৃসিংহরূপ ধরে জানু'পরে ধরি  কশিপু বধিলে ।
শত্রুরূপে রাবণ রাজা তোমারে ডেকেছিলে  ,
রামরূপ ধরি তুমি রাবণ রাজারে ধ্বংসিলে ।
দর্পহারি নারায়ণ হইয়া বামন অবতার ,
মস্তকোপরি পা রাখিলে মহাবলী বলী রাজার ।
দানবীর বলীরাজার দর্প চূর্ন করিলে  ,
মস্তকে পা দিয়ে তারে পাতালে পাঠালে ।
পূতনা রাক্ষসীরে বধ করিলে মথুরায় ,
মায়াবিনী স্তনে বিষ মেখে পান করালে তোমায় ।
সখারূপে বিদুরের ক্ষুদ তুমি  করিলে গ্রহন ,
বিদুর হইল ধন্য ,ধন্য তার  জনম  ।
পুত্ররূপে মা যশোদার বুকেতে আইলে ,
মুখে মৃত্তিকা খাইয়া মাকে বিশ্বরূপ দেখাইলে ।
গোষ্ঠেতে রাখালরাজা তুমি হওরে গোপাল ,
সিদাম ,সুদাম ,দাম ,বসুদাম ,সখা তব যতেক রাখাল ।
সভাস্থলে দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরিলে  ,
মান রক্ষিতে সখা তুমি দ্রৌপদীকে বস্ত্র যোগাইলে ।
তাইতো গোপাল বলে তোমায় ভক্তের ভগবান ,
যে ডাকে তোমারে ভক্তিভরে সেইতো  ভাগ্যবান ।
তাইতো দেখি ওগো তোমায় নয়ন ভরে ,
হৃদয় দেবতা  মোর থাক হৃদয় জুড়ে ।


       🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏


রাত্রি --৯:০০ টা ॥
১২/১১/২০১১ শনিবার ।
বসন্তপুর ।