ওগো রাখালিয়া তুমি বাজাও  বাঁশের বাঁশি ,
থাকিতে  না পারি ঘরে মন হ'ল উদাসী !
তোমার মেঠো বাঁশির সুর ,মন হ'ল বিধুর ,
বাঁশির সুর যে যায় ভেসে দূর হ'তে দূর !
তুমি গোঠে চরাও ধেনু ,বাজাও বাঁশের বেনু ,
না খায় ঘাস ,হয় যে উদাস ,মুখ তুলে রয় ধেনু !
তুমি থামাও বাঁশি ওগো গোঠের রাখালিয়া ,
নিঠুর রাখাল তুমি ,নিঠুর তোমার হিয়া !
জলকে চলে কলস কাঁখে ,কামিনী  কঙ্কনা ,
তোমার নেই কোন লাজ ভয় ভাবনা  !
তুমি বাজাও ছোট বাঁশের বাঁশি খানা ,  
তোমার বাঁশির সুরে মন যে হারায় সুরঞ্জনা !
তুমি থামাও ,আর না বাজাইও বাঁশি  ,
ঐ বাঁশির সুরে মন হরেছে  ,হ'ল গলার ফাঁসি  !


                     >>>>>^<<<<<


দুপূর - ১২:৩০মিঃ ,চার্নক হসপিটাল ,কলকাতা !


০৯ /১২ /২০১৭ ,শনিবার !