অনির্বান সাথে লয়ে আসে পূজারানী ,
"অনির্বান" রাখিতে মম আলয় খানি ।
সংসার সুখের হয় রমণীর গুনে ,
এই কথা সদা তুমি রাখিও স্মরনে ।
ফল ,ফুল ,নৈবিদ্য ,সাজায়ে ডালি খানি ,
অনিবানে পূজিতে এলে কে তুমি নন্দিনী  ?
পূজিয়া অনির্বানে সদা করিলে সন্তুষ্ট ,
সিঁথিতে সোহাগ সিঁদুর আঁকিলে অভিষ্ট ।
জৈষ্ঠ পুত্রবধূ তুমি এ সংসার ভবনে ,
সবারে তুষিও জেনো সেবা -হযতনে ।
কন্যা মোর "অনিন্দিতা" বড় অভিমানী ,
যত্ন ,ভক্তি ,শ্রদ্ধা ,দিও ভালবাসা খানি ।
"অরিন্দম" কনিষ্ঠ পুত্র মোর বড় আদরের ,
দানিও স্নেহ , যত্ন , তারে যেরূপ মায়ের ।
জৈষ্ঠ পুত্রবধূ তুমি মাতৃসমা  হও ,
সংসারেতে ভাল ,মন্দ,সবকিছু বুঝিবে নিশ্চয় ।
শ্বশুর তব আত্মভোলা  সদাই আনন্দ ,
শ্রদ্ধা,ভক্তি ,সেবা যত্ন ,করিও সতত ।
সম্মুখে ভবিষ্যৎ তোমার কর্তব্য কঠিণ ,
সংগ্রাম করিও সদা না হইও মলিন ।
পূজারম্ভ করলে তুমি সোহাগ সিঁদুর পরে ,
কঠিণ দায়িত্ব ভার নিলে শিরোপরে  ।
গৃহ খানি কোরো মোর সুখ শান্তির নীড় ,
তবেই হবে "রমণী শ্রেষ্ঠা " শ্রেষ্ঠ রমণীর ।
সবারে সন্তুষ্ট করা রমণীর ধর্ম ,
সুখ শান্তি ভরে তোলা রমণীর কর্ম ।
রমণী শান্তির ছায়া সুনিশ্চয় জানিও ,
তব পিতা মাতার নিকট এই উপদেশ নিও ।


      *****************
          
১৩/১০/২০১১ বৃহস্পতিবার ।
রাত্রি =৯:৪৯ মিনিট ।
বসন্তপুর ॥