রামহরি নাম যার ,
রাখালরাজা নাম তার ¡


রামনাম  বিনে রে ভাই ,
রবে না কিছুই আর ¡


রক্ষা কর শ্রীহরি  ,
রহিতে পারিনা আর ¡


রাজার রাজা হয়ে তুমি -
রাজিছ অন্তর মাঝে ,
রদ কর অমানিশা ,
রক্তিম আলোর রাজে ¡


রাম গেলেন বনবাস ,
রক্ষিতে  পিতার আদেশ ¡
রাবণ হরিল সীতা ,
রূপ ধরে যোগী বেশ ¡


রক্ত পদ্ম পলাশ লোচন হরি ,
রাম গুণমণি ত্রিপুরারি ¡
রিক্ত হস্তে চলিলেন ফল আহোরনে ,
রাখিয়া গেলেন সীতা ,লক্ষণ সন্নিধানে ¡
রাক্ষসপতি হরিলেন , সীতা মা সেখানে ,
রাক্ষসীরা যেথা রয় , অশোক কাননে ¡
রক্ত জবা ,শতদলে পূজে বিপদতারিণী ,
রঘুমণি উদ্ধারিলেন সীতা মা জননী ¡


               **********
সকাল -৯:৫৫ মিনিট ,
০৩ /০৫ /২০১৮ বৃহস্পতিবার ¡
              ডেবরা ¡