রাম -রহিমে কোন প্রভেদ নাইরে ভাই ,
যেই  রাম সেইরহিম ,ভেদা  ভেদ নাই ¡
ঐহিকে সব ভিন্ন ভিন্ন , অন্তিমে সব একাঙ্গী।
জীবন্তে আলাদা পথে , দেহান্তে সব একসঙ্গী।  


শিরা-ধমনীতে লাল রক্ত সবার শরীরে ,
ভিন্ন রঙের রক্ত কদাচ হয়না রে ¡
মানুষের দেহের গঠন সব একই রকম ,
ব্যাতিক্রম হয় ,বিশেষ বিশেষ কারণ যখন ¡


বিচার বুদ্ধি সম্পন্ন ,জ্ঞান,কর্তব্য ,দায়িত্ব ,মনুষ্যত্ব ,মানুষেরই রয় ,
উক্ত গুন ছাড়া  যারা মানুষ রূপী ,অমানুষ ,জানোয়ার  সুনিশ্চয় ¡
দয়া-মায়া ,স্নেহ -মমতা ,ক্ষমা -ভালবাসা ,কর্তব্য পরায়ণ ,
বিচার -বুদ্ধি ,বিবেচনা ,জ্ঞান ,সামাজিকতা ,তাহারাই মহান ¡


বন্য প্রাণী অথবা পশু সম স্বভাব -চরিত্র যাহাদের ,
মানুষ নাম ধারী কেবল ,বন্যপ্রাণী সম চরিত্র তাহাদের ¡
মানবিকতা ,সামাজিকতা ,মান-সম্মান ,নেইযাহাদের ,
পেট ভরায় ,ঘুরে বেড়ায় ,দু'কান কাটা বলে তাই তাদের ¡


নাই হুঁস ,নামে মানুষ ,নরাধম যারা ,
মনুষ্য জগতে বাসের অযোগ্য তারা ¡
যদিও মানুষ তারা ,মানুষের আকার হয় ,
দেখিতে মানুষ কিন্তু মানুষের আচার নয় ¡


যদিও মানুষ তারা চলমান জীব জগতে ,
দেহ অন্তে তারাও মিলবে একসাথে ¡
রাম কিংবা রহিম তাদেরও বাদ নাহি দিবে ,
দেহ অন্তে তাদেরও কাছে টেনে নিবে ¡


           **********
সকাল -১০:০৫মিনিট ,
০৫ /০৫ /২০১৮শনিবার !
             ডেবরা ¡