মাতোর রাঙা পায়ে রাঙা জবা -
                       কে দিয়েছে বল ,
নিরবসনা বেড়াস ঘুরে -
                       আনন্দে উচ্ছল !
তুই দীনের চিতায় -
                   নেচে বেড়াস ,
তোর নেই কোন ভয়  -  
                নেই  কোন লাজ !
শ্মশান চিতায় -
             বেড়াস ঘুরে ,
তোর একটুও ভয় -
              নেই অন্তরে !
মাগো শ্মশানে ,মশানে ঘুরে -
           বরণ যে তোর হল কালি ,
শ্মশান চিতার ভস্ম মেখে -
            ম্লান হল তোর রূপের ডালি !
একহস্তে বরাভয় প্রদা -
                অন্য হস্তে শান্তি দাতা ,
এক হস্তে ধরিস নরমুন্ড-
                  অন্য হস্তে অসি দন্ড !
নিজ মুন্ড নিজেই কাটিস্ -
                     সেই রুধির নিজে পান করিস্ ,
মাগো ছিন্নমস্তা রূপ ধরে মা -
                    একিরূপ দেখাইলি !
ওমা তোর পদতলে ভোলা মহেশ -
                   সদা শান্তিতে শুয়ে ভবেশ !
আমার ভবের খেলা সাঙ্গ কর মা -
                    শান্তিতে চলে যাই মা শ্যামা  !


               ****************
দূপুর -৩:০০ টা ,কলকাতা ,
১৮ /১০/২০১৭ ,বুধবার !