পলাশ রাঙে শিমুল রাঙে রাঙে ঐ কিংশুক ,
সবার চেয়ে অধিক রাঙে বধূর লজ্জারাঙা  মুখ ।


কুমকুম রাঙা আলতা রাঙা রাঙা মা'র কপোলের টিপ ,
অধিক রাঙা হলো দেখ  পূভে  ঊষার তপন দীপ ।


মিষ্টি দেখা মিষ্টি কথা মিষ্টি ভালোবাসা ,
সবার অধিক মিষ্টি রে ভাই , মুখের মিষ্টি ভাষা  ।


মায়ের সোহাগ মায়ের স্নেহ মায়ের মধু র কথা  যন্ত্রণা সব ভুলিয়ে দেয় ভোলায় দুঃখ ব্যাথা  ।


কোথায় পাবে বল এত সুখ আর  ভালোবাসা ,
সবই আছে স্বর্গাদপি গরিয়সী জন্মদাতৃ মাতা ।


মার কপোলের সিঁদুর নিয়ে ভোরের সূর্য্য রাঙে ,
আলতা রাঙা চরণ স্পর্শে সূর্য্য অস্ত রাগে  ।


দুষ্টু মুখের মিষ্টি হাসি দেখে রাঙে মন ,
লজ্জারাঙা  কনে বৌয়ের নূতন  রঙে রাঙে জীবন ।


****************************
বিকেল - ৪ :১৫ মিনিট।
২৯ /১২ /২০২০ মঙ্গলবার।
কেরানিটোলা = মেদিনীপুর।